Wednesday, 16 July 2025, 10:24 AM

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়: ভন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লায়েন রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ইরান নিয়ে কূটনৈতিক আলোচনায় যাওয়াই সবচেয়ে ভালো উপায় হবে। তবে তিনি তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানাননি।


Advertisement


ভন ডার লায়েন বলেন, তিনি টেলিফোনে নেতানিয়াহুর সঙ্গে একমত হয়েছেন যে ‘ইরানের কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, এতে কোনো প্রশ্নই নেই’।


আগে ভন ডার লায়েন গাজায় ইসরাইলি হামলার সমালোচনা করেছেন, কিন্তু তিনি এটাও বলেছেন, জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার সঙ্গে ইরানের অসহযোগিতা করছে। এর মানে ইসরাইল নিজেকে রক্ষা করার অধিকার রাখে।


তিনি আরো বলেন, ইরানই এই অঞ্চলের প্রধান অস্থিতিশীলতার উৎস।


বর্তমানে ভন ডার লায়েন কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নিয়েছেন, সেখানে তিনি জানান, এই সম্মেলনে ইসরাইল ও ইরানের দ্বন্দ্বের পাশাপাশি রাশিয়ার ইউক্রেনে চলমান আগ্রাসনও আলোচনা হবে।


তিনি বলেন, ইরানি নকশায় তৈরি একই ধরনের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন ও ইসরাইলের শহরগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। এসব হুমকি একসঙ্গে মোকাবিলা করা দরকার।

jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P