ইরানে আকস্মিক বিমান হামলার প্রতিশোধ স্বরূপ ইসরাইলে পালটা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। আর এই হামলা প্রতিপক্ষ না থামা পর্যন্ত অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি। এমন পরিস্থিতিতে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার ব্যাপারে সমর্থন আছে ৮৪ শতাংশ ইরানির। খবর মেহের নিউজের।
ইসরাইল-ইরান নিয়ে তেহরানের বাসিন্দারা কী ভাবছে তা নিয়ে জরিপ চালিয়েছে গবেষণা প্রতিষ্ঠান আইআরআইবি। পরে গবেষণা কেন্দ্রের প্রধান মোহসেন শাকেরি নেজাদ জানান, ৮৪ শতাংশ ইরানি ইসরাইল সরকারের আক্রমণের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করেছে।
জরিপে আরও দেখা গেছে, ইসরাইলি সরকারের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ৮৬ শতাংশ ইরানি তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার পক্ষে।
এদিকে শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, অপারেশন ট্রু প্রমিজ III এর ১৭তম তরঙ্গ ইসরাইলের দখলকৃত অঞ্চল, সামরিক কেন্দ্র, প্রতিরক্ষা শিল্প, কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র, সামরিক অভিযানে সহায়তাকারী সংস্থা, নাভাতিম এবং হাতজেরিম বিমান ঘাঁটিসহ বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, আল-আকসা স্টর্ম অপারেশনের শুরু থেকেই গাজা, লেবানন, ইয়েমেনের নির্যাতিত জনগণের বিরুদ্ধে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল এই কেন্দ্রগুলি।
আইআরজিসি আরও জানিয়েছে, তেল আবিব, হাইফা এবং বিরসেভা শহরে ব্যাপক অগ্নিসংযোগ এবং সুনির্দিষ্ট হামলাগুলি প্রমাণ করে অপরাধী চক্রকে সম্পূর্ণরূপে শাস্তি না দেওয়া পর্যন্ত তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণাত্মক শক্তি বৃদ্ধি পাচ্ছে।
jug/N