Monday, 22 September 2025, 07:01 AM

ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব রাশিয়ার

তুরস্কের ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে পরবর্তী ধাপের আলোচনার প্রস্তাব জানিয়েছে রাশিয়া।দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, তারা আগামী ২ জুন ইস্তাম্বুলে ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার পরবর্তী রাউন্ড আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

টেকসই শান্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।  খবর রয়টার্সের। 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে চলতি মাসের শুরুতেই ইস্তাম্বুলে বৈঠকে বসেছিলেন মস্কো ও কিয়েভের কর্মকর্তারা।  ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধের পর এটিই ছিল দুপক্ষের মধ্যে প্রথম কোনো সরাসরি বৈঠক।

কিয়েভ ও তার মিত্ররা ১৬ মার্চের ওই বৈঠকে যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা প্রত্যাশা করলেও শেষ পর্যন্ত তা হয়নি। দুই পক্ষ শেষ পর্যন্ত কেবল ১ হাজার করে যুদ্ধ বন্দি বিনিময়ে সম্মত হয়েছিল। মস্কো বলছে, কোনো যুদ্ধবিরতির আগে কিছু শর্ত অবশ্যই পূরণ হতে হবে।


রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গই ল্যাভরভ বলেছেন, কেবল কথায় নয়, আন্তরিকভাবে শান্তি প্রক্রিয়ার সফলতা দেখতে আগ্রহী তারা ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন নতুন রাউন্ডের আলোচনা আয়োজনে সহায়তা করবে। 


এর আগে গত ১৯ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর বলেছিলেন, ভবিষ্যৎ শান্তিচুক্তি বিষয়ক একটি স্মারকলিপি তৈরিতে মস্কো ইউক্রেনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।


ইউক্রেন শান্তি আলোচনায় রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি বুধবার ল্যাভরভের আগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছিলেন, তিনি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভকে ফোন করে পরবর্তী বৈঠকের তারিখ ও স্থান নিয়ে মস্কোর প্রস্তাব জানিয়েছেন।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P