কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেনেওয়াজ শাহ। জানাগেছে প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর কার্যক্রম শুরু হলে প্রথমে উপজেলা পর্যায়ে, দ্বিতীয়তে জেলা পর্যায়ে তৃতীয়তে বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
পরে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হলে সেখানে তিনি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
শিক্ষা জীবন ১৯৯১ইং সালে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শরীফাবাদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উচ্চ মাধ্যমিক পাস করেন এবং অক্সফোর্ডখ্যাত রংপুরের কারমাইকেল কলেজ থেকে অনার্স ও মাস্টার্স পাস করে শিক্ষা জীবন শেষে কর্মজীবনে ২০০৬ ইং সালে বাফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
সহকারী শিক্ষক হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করলেও বর্তমানে তিনি গাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। শাহেনেওয়াজ ১৯৭৬ সালে দলিরাম শাহ পাড়া গ্রামের এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিল শাহ ও গোল আক্তার খানম এর ৮ তম সন্তান।