Tuesday, 15 July 2025, 11:13 AM

ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসে দূর্ভোগে উপকূলের লাখো মানুষ

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় ভোলা,হাতিয়া,সন্দ্বীপ,বরগুনা,পটুয়াখালী,বরিশাল,পিরোজপুর,ঝালকাঠি,বাগেরহাট,খুলনা ও সাতক্ষীরাসহ দক্ষিণ উপকূলজুড়ে ভারী বর্ষন ও দমকা হাওয়া বয়ে যাওয়াসহ বিরূপ আবহাওয়া বিরাজ করছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন উপকূলের লাখ মানুষ।  

বৃহষ্পতিবার রাত ১০টা থেকে জোয়ারের সাথে তীব্র বাতাস বয়ে যাওয়ায় পায়রা,লোহালিয়া, রামনাবাদ চ্যানেল, আগুনমুখো ও বুড়োগৌড়ঙ্গ নদীতে পানি বিপৎসীমার উপরে আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে রাত দেড়টায় এ রিপোর্ট লেখার সময় পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ভাটার কারণে পানি কিছুটা কমতে শুরু করেছে। এদিকে ভারী বৃষ্টিপাত ও নিম্নচাপে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ জনপদের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বিভিন্ন স্থানে বাঁধ, রাস্তা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। 


সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী পানির স্রোতে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া, চরমোন্তাজ ও ছোটবাইশদিয়া এবং গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভেঙে  লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয়ে গেছে। এতে  নির্ঘুম রাত কাটাচ্ছেন উপকূলবাসী।


পটুয়াখালী নৌ-বন্দর কর্মকর্তা মো.জাকী শাহারিয়ার জানান, বৈরী আবহাওয়ার কারনে নদীতে সকল ধরনের ছোট আকারের লঞ্চ, মাছ ধরার ট্রলার ও যাত্রীবাহী স্পীডবোড বন্ধ ঘোষনা করা হয়েছে। পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।


মহিপুর মৎস্য বন্দরের মালিক সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস জানান, বৈরী আবহাওয়ার ফলে সাগর উত্তাল রয়েছে। তবে নিষেধাজ্ঞা থাকার কারনে সকল মাছ ধরার ট্রলার নিরাপদে রয়েছে। 


রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বিপ্লব হাওলাদার জানান, অতিরিক্ত জোয়ারের পানি উঠে পুরো ইউনিয়ন তলিয়ে যেতে শুরু করেছে। ভয়াল আগুনমূখা নদী থেকে পানি ঢোকা অব্যাহত রয়েছে। এতে এ ইউনিয়নের লোকজন আতংক-উৎকণ্ঠায় রয়েছেন। 


পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, বৈরী আবহাওয়ার কারনে স্থানীয় নদ-নদী গুলোয় বিপদ সীমা থেকে ৪৬ সেন্টিমিটার পর্যন্ত পানি বেড়েছে। 

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P