Saturday, 12 July 2025, 06:26 AM

জয়পুরহাটে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা হত্যা মামলার প্রধান আসামি...


মোঃ আমজাদ হোসেন :জয়পুরহাটের চাঞ্চল্যকর ছাত্রদল নেতা পিয়াল হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা (২৭) র‍্যাবের অভিযানে অবশেষে গ্রেপ্তার হয়েছে। রবিবার (২ জুন) গভীর রাতে নোয়াখালীর সুধারাম পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মে জয়পুরহাট সদর উপজেলার আদর্শপাড়া (ইসলামনগর) এলাকায় দুপুর ১২টা ৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে পিয়াল আহমেদ (২৭) নামে এক ছাত্রদলের নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। বাইক ওয়াশ নামক একটি মোটরসাইকেল গ্যারেজের সামনে কয়েকজন দুষ্কৃতিকারী লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় পিয়ালকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর সোহেল রানা রাজধানী ঢাকা থেকে একুশে পরিবহনের একটি বাসে করে নোয়াখালী পালানোর চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।


এ ঘটনায় নিহতের মা ইতি বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে মামলার সুত্র ধরে র‍্যাব-৫ এর একটি বিশেষ দল আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।


র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নুরল হুদা জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সোহেল রানাকে আইনগত প্রক্রিয়া শেষে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হবে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P