মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ উপজেলা শাখার বড়ভিটা ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং ইউনিয়ন সংগঠনকে নির্বাচন মুখী করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই(বৃহস্পতিবার) বিকাল ৪ টায় বড়ভিটা স্কুল এন্ড কলেজে ইউনিয়ন বিএনপি'র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে সাংগঠনিক ও নির্বাচন বিষয়ে সাধারণ সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি জামিল হোসেন এর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঃ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেন বড়ভিটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটু,সহ সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন,যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম বাবু, শ্রম বিষয়ক সম্পাদক খোকনুজ্জামান খোকন, ৭ নং ওয়ার্ড সভাপতি রেবুতি রায়,ওয়ার্ড সদস্য গোলজার হোসেন প্রমুখ।