Tuesday, 15 July 2025, 10:02 PM

কিশোরগঞ্জ উপজেলায় এ্যাডকিউ এর আলোচনা সভা অনুষ্ঠিত

কাওছার হামিদ,  কিশোরগঞ্জ, নীলফামারী: এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কিশোরগঞ্জ উপজেলা (এ্যাডকিউ)  এর আয়োজনে ঈদ পূর্নমিলনী, বৃক্ষ রোপন উদ্বোধন অনুষ্ঠান ও সংগঠনের রেজিষ্ট্রেশন করার লক্ষ্যে ২৪মে ২০২৫ শনিবার বিকাল ৫টায় নীলফামারীর কিশোরগঞ্জে অস্থায়ী কার্যালয় ডা: প্রকাশ চন্দ্রের হোমিও প্রাকটিস সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ কিশোরগঞ্জ উপজেলা (এ্যাডকিউ) এর সভাপতি লেখক সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ:সভাপতি কবি নাট্যকর আজহারুল ইসলাম আল আজাদ, ভার্চুয়ালে সংযুক্ত হন সাধারণ সম্পাদক ও বিডি নীয়ালা নিউজ এর সম্পাদক ও প্রকাশক মাহফুজার রহমান মন্ডল, সংগঠনের সদস্য ডা: প্রকাশ চন্দ্র রায়, আফজালুল হক মানিক, আব্দুল লতিফ প্রামানিক, হোসোইন মোহাম্মাদ সেলিম রেজা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ:সভাপতি কাওছার হামিদ ও সাংবাদিক সোহানুর রহমান সোহান প্রমুখ।


  

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, ঈদের দ্বিতীয় দিনে ঈদ পূর্ণমিলণীর তারিখ নির্ধারণ, বৃক্ষরোপন কর্মসুচি উদ্বোধন ও ঈদের আগে সংগঠনের রেজিষ্ট্রেশনের ব্যাপারে সমাজসেবা অফিসে আলোচনা করা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P