Thursday, 10 July 2025, 06:28 PM

কিশোরগঞ্জে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে শুক্রবার বিকালে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির বিরুদ্ধে গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে সর্বস্তরের ছাত্র ও সাধারণ জনগণ। স্থানীয় স্টেডিয়াম মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে  আবারো স্টেডিয়াম মাঠে এসে সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয় 


সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির স্বেচ্ছা-বিষয়ক সম্পাদক ও মাগুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল সানওয়াৎ চৌধুরী (বিয়েছ),উপজেলা জামায়াতের টিম লিডার আব্দুল ওয়ারেজ, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোজাহিদ, এনসিপি প্রতিনিধি আব্দুল কাইয়ুম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একলাছুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ—শাহজাহান শামিম, সফিয়ার রহমান ও লাদেন প্রমুখ।


বক্তারা অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তারা শুধু ভোট ডাকাতি নয়, নির্বিচারে হত্যা করে দেশে ভয়ভীতি ও দমননীতি চালু করেছে।


এ সময় উপস্থিত সকলে একবাক্যে বলেন, “আমাদের এখন একমাত্র দাবি—আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ ঘোষণা।” নেতারা আরও বলেন, “যতদিন না এই গণবিরোধী দলকে রাজনীতি থেকে বাদ দেওয়া হবে, ততদিন আমরা রাজপথ ছাড়বো না।”সমাবেশ শেষে নতুন কর্মসূচিরও ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দেন আয়োজকরা।


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P