কাওছার হামিদ কিশোরগঞ্জ নীলফামারী ;প্লাষ্টিক দূষন আর নয়, বন্ধ করার এখনেই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা ২৫ জুন২০২৫ (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লোকমান আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গনি, উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা, মাহমুদা বেগম,বাংলাদেশ জামাতে ইসলামী কিশোরগঞ্জ শাখার সভাপতি আব্দুর রশিদ শাহ্, সোনালী ব্যাংক পিএলসি কিশোরগঞ্জ শাখা‘র বাবস্থাপক শরীফ হোসেন,কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,সহ:সভাপতি কাওছার হামিদ,সাংবাদিক আনোয়ার হোসেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হেসেন বাবু ও বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতালেব হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা জনস্বাস্থের মিজানুর রহমান,গীতা থেকে পাঠ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের সন্তোষ কুমার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রায়হান হোসেন। আলোচনা সভার আগে সকালে একটি র্যালী বের করা হয় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের নেতৃত্বে র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন,কিশোরগঞ্জ,নীলফামারী।