কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: বসতবাড়ীর জমি সংক্রান্ত ঘটনার জের ধরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে ১১ মে ২০২৫ (রবিবার) দুপুর আনুমানিক ১২টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের কলেজ পাড়া গ্রামে।
এলাকাবাসী সুত্রে জানাযায় মাগুড়া কলেজ পাড়া গ্রামের মৃত মহির উদ্দিন (কেচু) বড় ছেলে ওয়েল্ডিং ব্যবসাযী আব্দুল খালেক (৩৫) তার আপন ছোট ভাই রবিউল ইসলামের সাথে বসতবাড়ীর জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
আব্দুল খালেকের স্ত্রী মুক্তা বেগম জানান ঘটনার দিন আমার শ্বাশুড়ীর একটি রুম তোলার জন্য পিলার বসালে সেখানে আমার স্বামী আব্দুল খালেকের জায়গা আছে বলে একহাত জায়গা সরে পিলার গাড়তে বলেন এই ঘটনাকে কেন্দ্র করে আমার স্বামীর জায়গায় প্রাচীর নির্মান করার সময় দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা লেগে যায়।
এরেই এক পর্যায় ছোটভাই রবিউল ইসলাম প্রাচীর নির্মান করা মিস্ত্রির সাথে থাকা কোদাল দিয়ে বড়ভাই আব্দুল খালের ডান হাতে কোপ মারে পালিয়ে যায়।
রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাৎক্ষনিক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪র্থ তলা ১৫ নং ওয়ার্ডে ভর্তি করান। মেজো ভাই জাকির হোসেন প্রতিবেদককে জানান দুভাইয়ের মধ্যে বসতবাড়ীর জমি নিয়ে ধস্তাধস্তি লাগলে আমি উভয়কে থামার চেষ্টা করি কিন্তু ধস্তাধস্তির এক পর্যায় কোদাল লেগে ডানহাত কেটে যায়।
আব্দুল খালেকের স্ত্রী মুক্তা বেগম বলেন দেবর রবিউল ইসলাম প্রায় আমার শ্বাশুড়ী (রবিউলের মা) তাকেও সে মারামারি করে। রবিউলের অত্যাচারে তার মা, আমার শ্বাশুরী চার দিনেও বাড়িতে থাকতে পারে না। সে অধিকাংশ সময় অন্যের বাড়িতে গিয়ে থাকে। আব্দুল খালেকের মা খালেদা বেগম এর সাথে কথা হলে তিনি বলেন এটা ভাই-ভাইয়ের বিষয় তারা এক সময় আপোষ করে নিবে,বিষয়টি বাড়ারাড়ি করতে নিষেধ করেন।