কাওছার হামিদ,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: “গাছ লাগান পরিবেশ বাঁচান, সবুজ দেশ সুস্থ জীবন শ্লোগান”কে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর মাসিক সভা ও মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার সকাল ১১টায় এ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান (মিঠু), প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর সভাপতি গোলাম মোস্তফা। অনুষ্ঠানের শুরুতে মাগুড়া ইউনিয়ন পরিষদে বনজ গাছের চারা রোপন করা করেন অতিথিরা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) এর সাধারণ সম্পাদক শামীম আজাদ রিপনসহ ডিপিএফের সকল সদস্যবৃন্দ।