কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: এসোসিয়েন ফর ডেভেলপমেন্ট কিশোরগঞ্জ উপজেলা (এ্যাডকিউ) এর বৃক্ষরোপন কর্মসুচি ২০২৫ এর আওয়তায় দ্বিতীয় ধাপে গতকাল রবিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
যেসব প্রতিষ্ঠান চারা বিতরণ করা হয়েছে মাগুড়া বাজার নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, নয়ানখাল আইডিয়াল স্কুল, মাগুড়া মোশাররফিয়া (লেবু মিঞা) হাফিজিয়া মাদ্রাসায়, মাগড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুটিমারী কাচারী পাড়া দারুল কুরআন হসাইনিয়া মাদ্রাসা ও এতিখানায়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুড়া মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মুরাদ হোসেন লুলু মিঞা, সহকারি শিক্ষক ক্বারী আজিজুল হক, অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, পুটিমারী কাচারী পাড়া দারুল কুরআন হসাইনিয়া মাদ্রাসা ও এতিখানার পরিচালক আলিমুল ইসলাম, সহকারী শিক্ষক হেলালুর রহমান, আনিছুর রহমান, সিরাজুল ইসলাম, সেক্রেটারী একেএম কামরুজ্জামান, মাগুড়া বাজার নুরানী হাফিজয়া মাদ্রাসার মোহতামিম আবু সায়েম(ভারপ্রাপ্ত), মাগুড়া ফুলেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুবুন্নাহার (বেনু), আরো উপস্থিত ছিলেন এ্যাডকিউ এর সভাপতি আব্দুল মান্নান, সদস্য কাওছার ও হামিদ, মোজাম্মেল হক নয়ন প্রমুখ।