কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারী কিশোরগঞ্জে এ্যাডকিউ‘র উদ্যোগে ৪র্থ পর্যায়ে এতিমখানার শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে হুটি বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের মুসা দারুল হাদীস ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, চাঁদখানা ইউনিয়নের জামিয়াতুল আজিমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও বড়ভিটা ইউনিয়নের দক্ষিণ বড়ভিটা জামিয়াতুল ইসলামীয়া দরসে নিজামীয়া নুরানি উলুম এতিমখানা মাদ্রাসা এবং উত্তর বড়ভিটা মধ্যপাড়া আফজালুল উলুম এতিমখানা মাদ্রাসায় (৪র্থ পর্যায় এ শীতবস্ত্র বিতরন করা হয়। এতিম শিশুদের গায়ে শীতবস্ত্র হিসেবে হুটি গায়ে পড়িয়ে দেন অত্র সংগঠনের সভাপতি আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন কবি, নাট্যকার আজহারুল ইসলাম আল আজাদ, উপজেলা রিপোর্টার্স ইউটির সহঃসভাপতি কাওছার হামিদ, চাঁদখানা ইউনিয়নের জামিয়াতুল আজিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মোহতামীম রফিক আহম্মেদ, মুসা দারুল হাদীস ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উপদেষ্টা ও কিশোরগঞ্জ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ, মোহতামীম মোজাহিদুল ইসলাম লাভলু, অত্র মাদরাসার সভাপতি অধ্যক্ষ আব্দুল বারী, দক্ষিণ বড়ভিটা জামিয়াতুল ইসলামীয়া দরসে নিজামীয়া নুরানি উলুম এতিমখানা মাদ্রাসার সেক্রেটারি হোসাইন মোঃ সেলিম রেজা ও সাংবাদিক আওলাদ হোসেন প্রমূখ।