কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধিনে ভিডব্লিউবি কর্মসূচি আওতায় ২০২৪-২০২৫ চক্রে উপকারভোগিদের যাচাই-বাছাই কর্যক্রম ১৩ জুলাই ২০২৫ইং রবিবার সকালে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়।
জানাগেছে মাগুড়া ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচি আওতায় ২০২৪-২০২৫ চক্রে ৭৭৭ জন নারী অনলাইনে আবেদন করেন। আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই কমিটি ৭৭৭টি আবেদন যাচাই বাছাই শেষে ৪৬১ জনকে নির্বাচন করেন। উক্ত যাচাই বাছাই কর্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসের মাগুড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা। এছাড়াও উপস্থিত ছিলেন ভিডব্লিউবি কমিটির সদস্যবৃন্দ। বিষয়টি নিশ্চিত করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।