কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি: দুরপাল্লার কোচের পরিসংখ্যান ও অবৈধ কোচ সংখ্যা নিরুপণ এবং প্রতিরোধে ১১জুন২০২৫ইং (মঙ্গলবার) বিকালে সড়ক পরিবহন মালিক গ্রæপ নীলফামারী জেলা এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এক আলোচনা সভা সড়ক পরিবহন মালিক গ্রæপের আঞ্চলিক শাখা কার্যালয় কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী পরিবহনের স্বত্বাধিকারী কাজী তারিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং রাজঃ২০২০ এর সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, নীলফামারী জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সিনিয়র সহঃসভাপতি মোফাখ্খারুল ইসলাম(সঙ্গী), গাড়াগ্রাম আঞ্চলিক শাখা কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন, সহঃসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক মাজহািরুল ইসলাম মিঠুন, সড়ক সম্পাদক রেদওয়ান মিয়া, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপকমিটির সভাপতি মমিনুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। উক্ত আলোচনা সভায় নীলফামারী সড়ক পরিবহন মালিক গ্রæপের সধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম ও নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী এর উপস্থিতিতে সকল নেতৃবৃন্দ সিদ্ধান্ত গ্রহন করেন যে, অবৈধ ও অনুমোদিত বিহীন সকল কোচ করা হইলো। তছাড়াও সরকার অনুমোদিত বিআরটি এর ভাড়া অনুযায়ী টিকিট বিক্রয় করিতে বলা হইলো। উক্ত সিদ্ধান্ত কেউ অমান্য করিলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহন করা হবে এবং কোন প্রকার বেআইনি কর্মকান্ড হইতে বিরত থাকার জন্য কাউন্টার এজেন্ট/কাউন্টার মাস্টারকে অনুরোধ করা হলো।