কাওছার হামিদ, কিশোরগঞ্জ নীলফামারী: দুনিয়ার মজদুর এক হও এক হও শ্রমিক ঐক্য জিন্দাবাদ শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং রাজ-২২০, মাগুড়া উপ-কমিটির আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সুচনা করা হয়। পরে শ্রমিকদের নিয়ে একটি বনাঢ্য র্যালী বের হয় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শ্রমিক অফিসে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেয় অত্র সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম, সহ: সভাপতি ওয়াহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনারুল হক (ভারপ্রাপ্ত), দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াহেদ আলী, সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন, সমাজ-কল্যান সম্পাদ মঞ্জুরুল হক, কার্যকরী সদস্য আলম হোসেন ও সাধারণ সদস্য সাহাবুল হোসেন,আয়নাল হক ও কাওছার হামিদ প্রমূখ।