Sunday, 02 February 2025, 11:08 PM

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : ব্যবসা বাণিজ্য...

বিডি নীয়ালা নিউজ(১০ই এপ্রিল১৬)- কাওছার হামিদ(কিশোরগঞ্জ,নীলফামারী  প্রতিনিধি):  নীলফামারীর কিশোরগঞ্জে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংএ ব্যবসা বানিজ্য অচল অবস্থা বিরাজ করছে ফলে গোটা উপজেলার ৯টি ইউনিয়নের ব্যবসায়ী মহল চরম আতংকে ভূগছেন।


উল্লেখ্য যে, একদিকে ভ্যাপসা গরম অপর দিকে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ উপজেলার সাধারন মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সকাল কিংবা সন্ধা হলে বিদ্যুৎ চলে যায় অনেক দেরিতে বিদ্যুৎ আসে সন্ধায় স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা পড়াশুনা করেন ঠিক সেই সময় বিদ্যুৎ লোডশেডিং দিয়ে থাকেন ফলে স্কুল কলেজ, মাদ্রাসা পড়–য়া ছাত্র ছাত্রীদের পড়াশুনার ব্যাঘাত ঘটছে।


এমনিতেই চৈত্রের কাঠ ফাটা গরম তার উপরে আবার বিদ্যুতের  লুকোচুরি গত দুসপ্তাহ ধরে  বিদ্যুৎ যে হারে লোডশেডিং দিচ্ছে তাতে ব্যবসায়ীদের মারাত্বক সমস্যায় পড়তে হচ্ছে।


মাগুড়া ইউনিয়নের রিমু ওয়ার্কশপের মালিক জহুরুল অভিযোগ করে বলেন আমাদের ব্যবসা হচ্ছে বিদ্যুতের উপর নির্ভরশীল প্রতিদিন অনেক কর্মচারীকে বেতন দিতে হয়, বিদ্যুতের এই অচল অবস্থার ফলে প্রতিষ্ঠান নিয়ে সমস্যায় আছি।


এ ব্যাপারে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি কিশোরগঞ্জ সাব-জোনাল অফিসের কর্তৃপক্ষের সাথে মুঠো-ফোনে কথা হলে তারা জানান এটা কোন লোডশেডিং নয় যান্ত্রিক ত্র“টির কারনে এ সাময়িক সমস্যা হচ্ছে আজকালের মধ্যে তা সমাধান হবে।