Sunday, 02 February 2025, 10:05 PM

কিশোরগঞ্জে প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

বিডি নীয়ালা নিউজ(৩১ই মার্চ১৬)-আ,ফ,ম,মহিউদ্দিন শেখ(কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধি)ঃ কিশোরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষককে লাঞ্চিত করার প্রতিবাদে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা নীলফামারীর কিশোরগঞ্জ বড়ভিটা বাজারে এক মানববন্ধন করেছে।


কিশোরগঞ্জ উপজেলার মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়নাথ রায়কে ৩০ মার্চ কতিপয় দুষ্কৃতিকারী বিদ্যালয়ে হামলা চালিয়ে শারীরিক লাঞ্চিত করে। এছাড়া বিদ্যালয়ের সামনে একটি দোকানে ৫ ঘন্টা আটকিয়ে রাখে। এর প্রতিবাদে বড়ভিটা হাইস্কুল এন্ড কলেজ ও মেলাবর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা বড়ভিটা বাজারে মানববন্ধন করে। প্রধান শিক্ষক  লাঞ্চিত হওয়ার ঘটনায় অবিলম্বে তার সুষ্টু বিচার দাবী করে নানা ধরণের ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন করে বিচারপ্রার্থীরা।


উল্লখ্যে যে, মেলাবর উচ্চ বিদ্যালয়ের এলএমএস পদে স্বপন কুমার নামে ভুয়া কাগজপত্র দিয়ে নিয়োগ প্রক্রিয়া সহ এমপিও বের করে ওই বিদ্যালয়ে যোগদান করতে আসে। প্রধান শিক্ষক  তাকে যোগদান করতে না দেয়ায় দুস্কৃতিকারীরা তার উপর চড়াও হয়।