মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচর থানায় অগ্নিনির্বাপণ মহরা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কুলিয়ারচর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইলিয়াস ভূঁইয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা কুলিয়ারচর থানার মাঠে এ মহরা দেন। এসময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম সুলতান মাহামুদ, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান সহ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মহরায় অগ্নি কান্ডের ঘটনার সময় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে হয় তা হাতে হাতে শিখিয়ে দেওয়া হয়।