রাবি প্রতিনিধি: স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং গ্রন্থাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "লাইব্রেরিয়ান ভয়েস" আয়োজিত Library Awareness Campaign-এর তৃতীয় দিনের কার্যক্রম আজ মির্জাপুর হাই স্কুল অ্যান্ড কলেজে সম্পন্ন হয়েছে।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাজিয়া সুলতানা পারুল তার বক্তব্যে বলেন, "যদি আমরা বই পড়ার অভ্যাস গড়ে তুলি, তবে আমাদের প্রজন্মই বাংলাদেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে।"
ফয়সাল নোমানী শিক্ষার্থীদের প্রতি পাঠচক্র আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমরা তরুণরাই পারি এক অনন্য বাংলাদেশ গড়ে তুলতে
।যেটি বিশ্বাস করে প্রফেসর ডক্টর ইউনুস স্যারও।"
এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত প্রধান শিক্ষক লাইব্রেরিয়ান ভয়েসের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, "এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং গ্রন্থাগার সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে।"
প্রোগ্রামের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা, অভিজ্ঞতা শেয়ারিং সেশন এবং বিজ্ঞানবাক্স প্রদর্শনীর আয়োজন করা হয়। বিজ্ঞানবাক্স প্রদর্শনীতে বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন শিক্ষার্থী জিএম সাইফুল ইসলাম ও মুশফিকুর রহমান।
ইভেন্ট সঞ্চালনা করেন হামিম হোসাইন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করেন নাজমুস সাকিব, রায়হান আলী, সোহাগ আহমেদসহ লাইব্রেরিয়ান ভয়েসের অন্যান্য ভলেন্টিয়ার।
লাইব্রেরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সম্পাদক ড. কনক মনিরুল ইসলাম এবং উপদেষ্টা নাজিবুর রহমান নাজিম। এই ক্যাম্পেইন আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ঢাকা ও রাজশাহীর সাতটি স্কুলে পরিচালিত হবে।