Tuesday, 15 July 2025, 12:54 AM

লিবিয়ায় আটক ১৫৮ জনকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ

উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার চেষ্টা চালান অনেক বাংলাদেশি। বৈধভাবে সফল না হয়ে বেছে নেন অবৈধ পথ। আর স্বপ্নের ইউরোপ যাওয়ার পথে আটকা পড়েন লিবিয়ায়। হতে হয় নানা হয়রানির শিকার। জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় সর্বস্ব। তবে এবার দেশটিতে আটকে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।


লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটককে পড়া ১৫৮ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।


আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।


বাংলাদেশ দূতাবাস, লিবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইওএম ভাড়া করা বুরাক এয়ারের বিশেষ ফ্লাইট (নম্বর: UZ222) ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার (১৭ জুন) ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।


বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নিরলস প্রচেষ্টায় আটক এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

jug/n

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P