Wednesday, 09 July 2025, 08:22 PM

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে ইমরান খানের দেশব্যাপী আন্দোলন স্থগিত

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতা দেখা দেওয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ও কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার ঘোষিত দেশব্যাপী আন্দোলন আপাতত দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার (স্থানীয় সময়) আদিয়ালা কেন্দ্রীয় কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ তথ্য জানিয়েছেন তার বোন নোরিন নিয়াজি।


মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।


নোরিন নিয়াজি বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ইমরান খান আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।’


৭১ বছর বয়সি সাবেক এই ক্রিকেটার ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন। দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় অভিযুক্ত হন তিনি, যার সূচনা ঘটে ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা হারানোর পর থেকে।


গত মাসে পিটিআইয়ের আন্দোলনের ঘোষণা দিয়ে ইমরান খান বলেছিলেন, তিনি কারাগার থেকেই দলের আন্দোলনের নেতৃত্ব দেবেন। পিটিআই সিনেটর আলি জাফর জানান, ইমরান খান দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন যেন এই আন্দোলন কেন্দ্রীয় সরকারবিরোধী একটি ‘চূড়ান্ত ও নির্ণায়ক’ রূপ নেয়।


সাংবাদিকদের সঙ্গে আলাপে নোরিন নিয়াজি আরও বলেন, ‘ইমরান খান মনে করেন, এই চ্যালেঞ্জিং সময়গুলোতে পাকিস্তানের সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্য।’ 


তিনি বলেন, ‘বিশ্বপর্যায়ে যা ঘটছে, ইমরান খান সেসব সম্পর্কে অবগত এবং জাতীয় সংহতির ওপর জোর দিয়েছেন।’


এদিকে, ইমরান খানের সঙ্গে একইদিন দেখা করা উজমা খান সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে ইসরাইল প্রসঙ্গে ইমরান খানের অবস্থান বিশ্বজুড়েই পরিচিত।’


উল্লেখ্য, গত বছর সরকার ও পিটিআইয়ের মধ্যে সংলাপে বসার সিদ্ধান্ত হলেও, মে ৯ এবং ২৬ নভেম্বরের ঘটনার তদন্তে বিচারিক কমিশন গঠিত না হওয়ায় পিটিআই তিনটি বৈঠকে অংশ নেওয়ার পরই আলোচনা থেকে বেরিয়ে যায়।


দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে আবারও জাতীয় সংলাপে পিটিআইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গত কয়েক মাস ধরেই এমন আহ্বান জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকার।

jug/N

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P