Monday, 28 July 2025, 11:25 AM

ময়মনসিংহ রেঞ্জ ডিভিশন পুলিশ কাবাডি লীগ খেলা অনুষ্ঠিত

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আজ রবিবার (২৭ নভেম্বর ২০২২)ইং তারিখে ময়মনসিংহের- জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে- ময়মনসিংহ রেঞ্জ আন্তঃ ডিভিশন পুলিশ কাবাডি লীগ প্রতিযোগিতা-২০২২”এর উদ্বোধন হয়।


ময়মনসিংহে- পুলিশ সুপার, মহোদয়ের পক্ষে খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ময়মনসিংহ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)- উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), ময়মনসিংহ। জনাব ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, ময়মনসিংহ- দ্বয় ও সংশ্লিষ্টরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ময়মনসিংহ জেলা পুলিশ বনাম শেরপুর জেলা পুলিশ কাবাডি দলের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলা পুলিশ কাবাডি দল জয় লাভ করে।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P