Sunday, 02 February 2025, 09:55 PM

নীলফামারীর সৈয়দপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

বিডি নীয়ালা নিউজ(২৪ই ফেব্রুয়ারি১৬)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরের মনীন্দ্র চন্দ্র সরকার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময়  কয়ানিজপাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়। হত্যা না আত্মহত্যা, এ নিয়ে এলাকায় জোর গুঞ্জন শুরু হয়েছে।


শহরের সেন্ট্রাল ল্যাবের মালিক ও ময়মনসিংহের বাসিন্দা দীলিপ চন্দ্র কিছুদিন আগে তার বৃদ্ধ পিতা মনিন্দ্র চন্দ্রকে সৈয়দপুরের বাসায় নিয়ে আসেন। ছেলের বহু বিবাহের কারণে বাবা ও ছেলের মধ্যে প্রায় ঝগড়া হতো বলে এলাকাবাসী জানায়। বুধবার সকালে ফ্যানের সাথে ঝুলে ওই বৃদ্ধ মারা যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।


সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।