Sunday, 02 February 2025, 06:56 PM

নীলফামারীর সৈয়দপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি নীয়ালা নিউজ(১০ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুরে একটি আমগাছে জাহানারা বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


আজ রবিবার সকাল ১১টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীকে গাছে ঝুলতে দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়।


জানা যায় জাহানারা পেশায় রাজমিস্ত্রির যোগালি হিসেবে শ্রমিকের কাজ করতেন। জেলার কিশোরীগঞ্জ উপজেলার উত্তর চাঁদখানা গ্রামের কুদ্দুস আলীর স্ত্রী। শ্রমিকের কাজের জন্য সে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউপির ডাঙ্গাপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে রাজমিস্ত্রি যোগালির কাজ করতো।


সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় মামলা হয়েছে এবং দুপুরে জেলার মর্গে লাশের ময়না তদন্ত করা হয়। এটি আত্মহত্যা না অন্য কিছু তা তদন্ত করে দেখা হচ্ছে।