বিডি নীয়ালা নিউজ(১৭ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসক, জেলা তথ্য অফিস ও জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে ব্যাপক কর্মসূচী পালিত হয়।
আজ রবিবার দিবসের প্রথম প্রহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সকাল ৯ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এ ছাড়া সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমী হল রুমে অনুষ্ঠিত হয় ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আলোচনা সভা।
জেলা প্রশাসক ও জেলা তথ্য অফিসের আয়োজনে ও সহযোগীতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক,পুলিশ সুপার জাকির হোসেন খাঁন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিপিবি সভাপতি শ্রীদাম দাস,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র রায়, সম্মিলিত সাংস্কৃতি জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিন ও জেলা স্বাচিবের সাধারন সম্পাদক ডাঃ মজিবুল হাসান চৌধুরী শাহিন প্রমুখ।
আলোচনা শেষে সেখানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া শিল্পকলা একাডেমী চত্বরে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শন।