বিডি নীয়ালা নিউজ(২২ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর কিশোরগঞ্জে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ মবু মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩ সিপিসি-২ সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। মবু ওই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মবু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।
এ ঘটনায় বিকালে র্যাবের পক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিশেষ আইনে মামলা দিয়ে আটক ব্যাক্তিকে কিশোরীগঞ্জ থানায় দিয়েছে র্যাব