Sunday, 02 February 2025, 10:51 PM

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বিডি নীয়ালা নিউজ(৩ই এপ্রিল১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে ট্রাকের ধাক্কায় কাদের(৩২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


শনিবার রাত ৯ টায় ডোমার উপজেলার ডুগডুগি ডোমার ফার্ম রোডের সোনারায় ইউনিয়নের পাশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের ওই এলাকার ইবরাহিম ইসলামের ছেলে।


জানা যায়, রাত ৯ টার দিকে ফার্ম হাট থেকে বাইসাইকেলে করে কাদের বাড়ি ফিরছিল এবং বিপরীত  দিক ডুগডুগি থেকে ডোমার ফার্মের দিকে যাওয়ার সময়  একটি দশ চাকার ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮৯৪১৫) বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইসাইকেল চালক কাদের নিহত হয়।


এলাকাবাসী ট্রাকটিকে আটক করে। কিন্তু ট্রাক চালক পালিয়ে যায়। এসময় উত্তেজিত এলাকাবাসী ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে রাখে। ডোমার থানার অফিসার্স ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।