Sunday, 02 February 2025, 08:57 PM

নেত্রকোণায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত

বিডি নীয়ালা নিউজ(৫ই মার্চ ১৬)-ইয়াসির আরাফাত(বিভাগীয় প্রতিনিধি, ময়মনসিংহ):   নেত্রকোনা আটপাড়া সড়কের পঞ্চাননপুর নামক স্থানেআজসকালসাড়ে৮টারদিকেব্যাটারীচালিতঅটোরিক্সারচাপায়৬বছরেরশিশুকণ্যারুপালীআক্তারনিহতহয়েছে।সেসদরউপজেলারসিংহেরবাংলাইউনিয়নেরপঞ্চাননপুরগ্রামেরনূরমোহাম্মদরবিন-এরমেয়েওস্থানীয়প্রতিশ্রুতিকিন্ডারগার্টেনেরশিশুশ্রেণিরশিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রুপালী আক্তার শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ীর কাছে একটি দোকান থেকে মুড়ি কিনে বাড়ী ফেরার সময় নেত্রকোনা-আটপাড়া সড়কে একটি দ্রুতগামী অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ক্ষুব্ধ এলাকাবাসী অটোরিক্সাটিকে আটক করতে পারলেও চালক দৌড়ে পালিয়ে যায়। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আলম ঘটনার সত্যতা স্বীকার মকরে বলেন, জেলা ম্যাজিষ্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে ময়না তদন্ত ছাড়াই শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।