Monday, 10 March 2025, 10:29 PM

নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জ নিলেন মাহমুদুল্লাহ

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ মিরপুরে আগামীকাল বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের মাটিতে শুরু হবে এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রস্তুতিতে মাহমুদউল্লাহ এতটাই সন্তুষ্ট যে তাঁর চোখ গিয়ে পড়ছে শিরোপায়, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করব। আমাদের দলের জন্য শুরুটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলেই আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারব।’ সেই শুরুর প্রতিপক্ষ পরাক্রমশালী ভারত হলেও মাহমুদউল্লাহ চাপের কিছু দেখছেন না, ‘দলের সবাই খুব নির্ভার। ফিটনেস, স্কিল সবকিছু নিয়েই সবাই খুব ভালোভাবে কাজ করছে। সাম্প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেললেও আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আমাদের আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে হবে।’

টি-টোয়েন্টির দুর্বলতা কাটিয়ে ওঠার জন্যই আত্মবিশ্বাসটা জরুরি মনে করেন মাহমুদউল্লাহ, ‘সবাই বলে টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা ভালো দল নই। এটাই আমাদের চ্যালেঞ্জ—নিজেদের প্রমাণ করতে হবে। স্ট্রাইক রেট আরও ভালো করতে হবে। আগ্রাসী ক্রিকেট খেললে নিজের খেলা ভালো হবে, দলের পারফরম্যান্সও ভালো হবে।’

মাহমুদউল্লাহ নিজেও চেষ্টা করছেন ব্যাটিংয়ে সে আগ্রাসী ভাবটা আনতে। যখনই ব্যাট হাতে নামবেন, চেষ্টা করবেন প্রথম বল থেকে আক্রমণাত্মক থাকতে। দলের বোলারদের জন্যও দেখছেন একই দায়িত্ব, ‘শুধু ব্যাটসম্যান নয়, সবাইকেই টি-টোয়েন্টিতে কৌশলী হতে হয়। পরিস্থিতি বুঝে খেলতে হয়। একটা উইকেট, রান আউট বা ছক্কা পুরো ম্যাচের পরিস্থিতি বদলে দেয়। আমি প্রথম বলেই ছক্কা মারার চেষ্টা করব।’

মাহমুদউল্লাহর কথায় যেন ফুটে উঠল বাংলাদেশ দলেরই আগ্রাসী চেহারাটা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P