Friday, 01 August 2025, 08:22 AM

পাইকগাছা-কয়রার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে ----আমিরুল কাগজী

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা)প্রতিনিধি:-খুলনা জেলার কয়রা ও পাইকগাছা উপজেলার উপকূলীয় মানুষের বিনামূল্যে চিকিৎসা সুবিধা দেওয়ার উদ্দেশ্য নিয়ে ৬ জুলাই রবিবার প্রথম দিন কপিলমুনি ইউনিয়নের অসচ্ছল রোগীদের জন্য আগরঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। খুলনা-৬ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজীর পৃষ্ঠপোষকতায় এই ক্যাম্পে খুলনা মেডিকেল কলেজের বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে আমিরুল ইসলাম কাগজী বলেন, কয়রা পাইকগাছার অসচ্ছল মানুষ যাতে উন্নত চিকিৎসা নিতে পারে সেজন্য উপজেলায় এই ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে বিনামূল্যে রোগীর সেবা দেওয়া হবে। আজ থেকে শুরু হল এই উদ্যোগ। দুই উপজেলার ১৭ই ইউনিয়নের এমনিভাবে চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হবে।বিশিষ্ট নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আবু জাফর মোহাম্মদ সালেহ পলাশের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের সেবা প্রদান করেন ডাক্তার মোঃ মোস্তফা কামাল (বিভাগীয় প্রধান কার্ডিওলজি খুলনা মেডিকেল কলেজ), ডাক্তার মোহাম্মদ তাজরুল ইসলাম ইউরোলজি বিশেষজ্ঞ কেএমসি, ডাক্তার মোহাম্মদ ইসতিয়াক মাহমুদ চর্ম রোগ বিশেষজ্ঞ, ডাক্তার অমিত নাক কান গলা বিশেষজ্ঞ, ডাক্তার রাজিব অর্থোপেডিক্স,ডাক্তার হারুন অর রশিদ, ডাক্তার হাসানুর রহমান, ডাক্তার আলাউদ্দিন সিকদার, ডাক্তার এফ এম নাজিম উদ্দিন, ডাক্তার মোঃ সাবেতুল ইসলাম প্রমুখ।

ক্যাম্প পরিচালনা এবং রোগীদের সুশৃংখলভাবে চিকিৎসকদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে সার্বিক দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক আবু হানিফ ,সাবেক ছাত্রদল নেতা মিনারুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুজ্জামান, সেক্রেটারি আসিফ সরদার,লতার বিএনপি নেতা ওমর ফারুক মিঠু, মোহাম্মদ সামাদ গাজী, লুকমান গাজী,পাইকগাছা যুবদল নেতা বিপ্লব সরকার,পাইকগাছা কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সাবেক ছাত্রদল নেতা মোঃ খাইরুল ইসলাম রাড়ুলী ইউনিয়ন যুবদল কর্মী মোঃ জাহাঙ্গীর গাজী ও মোঃ বেলাল সরদার।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P