Sunday, 02 February 2025, 11:08 PM

পার্বতীপুরে বাবুপাড়া আজিজিয়া ক্বওমি লিল্লাহ বোডিং মাদ্রাসার মতবিনিময়...

বিডি নীয়ালা নিউজ(১ই এপ্রিল১৬)- আব্দুল্লাহ আল মামুন(পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধি):  দিনাজপুরের পার্বতীপুরে বাবুপাড়া আজিজিয়া ক্বওমি লিল্লাহ বোডিং মাদ্রাসার আয়োজনে পহেলা এপ্রিল রোজ শুক্রবার সন্ধায় মাদ্রাসার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও উন্নয়নকল্পে করনীয় সম্পর্কে  মাদ্রাসা প্রাঙ্গনে, এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ডিগ্রী কলেজের প্রাক্তন প্রভাষক মোঃ ফয়জার রহমান, বিশেষ অতিথি মোঃ আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ আনিছুর রহমান, সম্পাদক মোঃ নজরুল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ বাবু, মাদ্রাসার সকল শিক্ষার্থীসহ স্থানীয় আরও অনেকে।


এর আগে মাদ্রাসার  শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত, হামদ -নাত ও খেলাধুলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।