Tuesday, 14 January 2025, 09:38 PM

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

পাকিস্তান সুপার লিগে  (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশের তরুণ পেস সেনসেশন নাহিদ রানা। ড্রাফট থেকে গোল্ড ক্যাটাগরিতে থাকা এই পেসারকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

আজ সোমবার লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে নাহিদই কেবল দল পেয়েছেন। ডানহাতি এই পেসারের গোল্ড ক্যাটাগরিতে মূল্য ৫০ হাজার ডলার।

পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রীত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

এবার পিএসএল শুরু হবে ৮ এপ্রিল, শেষ হবে ১৯ মে।

PRA/N