Tuesday, 15 July 2025, 02:08 PM

রাজশাহী বিভাগে সেরা নির্বাচিত বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিক

সিরাজগঞ্জ প্রতিনিধি: জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগের মধ্যে ভায়া স্ক্যানিং এ প্রথম ও সেরা নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিক। 



আজ রোববার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার হল রুমে ইলেকট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রীনিং কর্মসূচির তথ্য ও ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো: সারোয়ার বারী।

এ সময় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.ফ.ম ওবায়দুল ইসলাম ও বাশুড়িয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি কাজল দাসের হাতে নগদ অর্থ সেই সাথে রাজশাহী বিভাগের মধ্যে ভায়া স্ক্যানিংয়ে প্রথম ও সেরা সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P