Sunday, 02 February 2025, 09:45 PM

সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী:  দৈনিক দাবানল পত্রিকার জলঢাকা সংবাদাতা সিনিয়র সাংবাদিক শরিফুল ইসলাম (৬২) শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজিউন। সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কিশোরগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি দৈনিক আমার সংবাদ উপজেলা প্রতিনিধি লেখক সাংবাদিক আব্দুল মান্নান, সহঃসভাপতি দৈনিক দাবানল পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক আজকালের খবর এবং বিডি নীয়ালা নিউজের উপজেলা প্রতিনিধি কাওছার হামিদ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন,সদস্য ইবনে সাঈদ অঙ্কুর। তারা মরহুমের বিদেহী আত্¥ার মাগফেরাত কামনাসহ শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন। সাংবাদিক শরিফুল ইসলাম ১৯৮২ সালে উত্তরাঞ্চলের প্রথম সংবাদ পত্র দৈনিক দাবানলে কাজ শুরু করেন। পারিবারিক সূত্রে জানাগেছে সাংবাদিক শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে পা ভেঙ্গে চিকিৎসাধীন অবস্থায় বিছানায় পরেছিলেন।