Sunday, 02 February 2025, 09:46 PM

সাভারে শুরু হয়েছে ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ...

বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ শনিবার থেকে সাভার গলফ ক্লাবে শুরু হয়েছে ১২তম হোসাফ প্রেসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট ২০১৬। সকালে এর উদ্বোধন করেন নবম পদাতিক ডিভিশনের  জেনারেল কমান্ডিং অফিসার  ও সাভার গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাফ গ্রুপের পরিচালক মো: মবরুর হোসেন,গলফ ক্লাবের নির্বাহী কর্মকর্তা(অব:) মেজর জেনারেল শফিকুর রহমান। টুর্নামেন্টে দেশি বিদেশি  শতাধিক গলফার অংশ গ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া আগামী ২৪ থেকে ২৭ জানুয়ারি গলফ ক্লাবে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল গলফ এসোসিয়েশন এর ওপেন গলফ  টুর্নামেন্ট-২০১৬।