Monday, 23 June 2025, 12:30 AM

সলঙ্গার জোড়দিঘি বাজার ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থানার জোড়দিঘি বাজার ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করলেন সলঙ্গা থানার  অফিসার ইনচার্জ ( ওসি) হুমায়ন কবির।


গতকাল বিকেলে আমশড়া জোড়পুকুর বাজার ছহির মার্কেটে  মেম্বর আতাউর রহমান আলহাজের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসি হুমায়ন কবির বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহার কোরবানির ঈদকে ঘিরে থানার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে।


এ ছাড়াও সমাজের বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড দমন, এলাকায় শান্তি ও নিরাপাত্তার স্বার্থে রাত্রিতে আপনারা পাহারা দিন।এ ছাড়াও ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলার উন্নয়নসসহ সকল প্রকার অপরাধ দমনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের পুর্ণাঙ্গ সহযোগিতার আশ্বাস দেন। মত বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আব্দুল মান্নান (জুয়েল),ইসমাইল হোসেন,আব্দুল হাই আলহাদী,আলহাজ্ব সোলাইমান হোসেন,নূরুল ইসলাম খোকন,সাংবাদিক ফারুক আহমেদ, মেরাজুল ইসলাম,গ্রাম ডাক্তার লিটন,অব: শিক্ষক সাখাওয়াত হোসেন,প্রভাষক আব্দুর বারিক,নাসির উদ্দিন, ছহির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও জনগণ।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P