Sunday, 02 February 2025, 09:54 PM

শনিবার মাগুড়া মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসায় তাফসিরুল কোরআন মাহফিল

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: হাফেজ ছাত্রদের দস্তরবন্দী উপলক্ষে শনিবার বাদ আছর হইতে মাগুড়া মোশাররফিয়া (লেবু মিঞা) নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির পেশ করবেন রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা আব্দুর রশিদ সরকার, বিশেষ মুফাচ্ছির হিসাবে তাফসির পেশ করবেন মাওলানা মোঃ তাওহীদুল ইসলাম এবং হাফেজ ক্বারী মাওলানা মোঃ রুহুল ইসলাম সুজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার  সভপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার,সভাপতিত্ব করবেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সিনিয়র সাব-এডিটর মোদাব্বের হোসেন মিঞা। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করুন।