Friday, 15 August 2025, 09:55 AM

সৈয়দপুর পৌরসভার ১২২ কোটি ২৯ লাখ টাকার বাজেট...

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের ১২২ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে ।  

আজ মঙ্গলবার বিকাল ৬ টায় পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন সৈয়দপুর পৌর প্রশাসক ও উপজেলা নিবার্হী অফিসার নূরে-ই-আলম সিদ্দিকী।


নতুন অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৪১ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা। এর মধ্যে কর খাতে আয় ধরা হয় ৯ কোটি ১২ লাখ ৯১ হাজার ৩৯৬ টাকা, রেইট (হার) ৮ কোটি ১৫ লাখ ২৩ হাজার ৪২০ টাকা, ফি থেকে আয় ৬ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টিকা , পৌর স্থাবর সম্পত্তি থেকে আয় ৬ কোটি ৫০ লাখ টাকা, বেতনভাতা সহ অন্যান্য খাতে সরকারি অনুদান থেকে আয় ১ কোটি ১ লাখ ২০ হাজার টাকা, পৌর সম্পত্তি থেকে আয় ৩ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকা ও অন্যান্য খাত থেকে ২ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকা । পানি শাখার আয় ১ কোটি ৭৮ লাখ ৪ হাজার ৬৮৩ টাকা , ব্যাংক লভ্যাংশ আয় ৩ লাখ ৫০ হাজার টাকা,এ ছাড়া সরকার সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা মঞ্জুরি আয় ধরা হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা, বিশেষ অনুদান ২ কোটি , রাজস্ব তহবিল হতে বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণ ২ কোটি টাকা, পৌর অফিস ভবন নির্মাণে ২ কোটি টাকা ধরা হয়েছে ।

পক্ষান্তরে রাজস্ব খাতে ৪১ কোটি ১৮ লাখ ৫৪ হাজার ৯৩৯ টাকা ব্যয় ধরা হয়েছে। রাজস্ব খাতে ব্যয়গুলোর মধ্যে রয়েছে–সম্মানী ভাতা ব্যায় ধরা হয়েছে ১কোটি ৩ লাখ টাকা ,বেতন ভাতা ব্যায় ৬ কোটি ১৩ লাখ ৫০হাজার টাকা ,অবসর প্রাপ্ত কর্মচারীদের পাওনা ৪ কোটি ৫০ লাখ টাকা ,কনজারভেন্সি মজুরি (দৈনিক হাঃ ভিঃ মজুরি)১১ কোটি ১৮ লাখ টাকা ,সংস্থাপন খরচ ৩ কোটি ৫৯ লাখ ৮৫ হাজার টাকা,শিক্ষা ও সাংস্কৃতিক ব্যয় ৪ লাখ ২০ হাজার টাকা , স্বাস্থ্য ও পয়ঃ প্রনালী ২ কোটি ৯৬ লাখ ৮০ হাজার টাকা ,ইপি আই খরচ ৫১ লক্ষ্য টাকা কর আদায় ওনির্ধারন,বৃক্ষরোপন,নিজস্ব তহবিলে উন্নয়ন,জরুরী ত্রাণ ও পরিবহন,খেলাধূলা ও সংস্কৃতি,পৌর বৃত্তি ও গুনিজন সম্মাননা,ঐচ্ছিক তহবিল/গরীব-দূঃখিদের সাহায্য ও অনুদান,মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের শিক্ষা খাতে অনুদান,অসহায় ও প্রতিবন্ধিদের চিকিৎসার জন্য অনুদান,ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান,ধর্মীয় অনুষ্ঠান সংক্রান্ত খরচ,গ্রন্থাগার সমিতি, ক্লাব ও প্রেস ক্লাবে অনুদান,প্রান্তিক জনগোষ্টির আর্থ সামাজিক জীবন মান উন্নয়নে অনুদান,রাস্তার বাতিসহ আনুসাঙ্গিক খরচ,অফিস ভবন, শিশু পার্ক ও হাট বাজারের জমি ক্রয় এবং শহরকে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন,যানবাহন ক্রয়,পানি শাখার খরচ ,তারুন্যের উৎসব খাতে ব্যায় ধরা হয়েছে ।


বাজেট ঘোষণার আগে স্বাগত বক্তব্য দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম 


এসময়ে উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফইম উদ্দিন, উপজেলা ইন্জিনিয়ার এম এম আলি রেজা রাজু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও শহর শাখার সভাপতি শরফুদ্দিন আহমেদ ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা সুজন শাহ্ ৷


 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি এবং বীর মুক্তিযোদ্ধাগন সহ বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P