Monday, 03 February 2025, 12:50 AM

সৈয়দপুরে অসহায়দের মাঝে যুবকের কম্বল বিতরণ

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে কনকনে এই শীতে অসহায়দের মাঝে এগিয়ে এসেছেন সমাজ সেবক মোজাহারুল ইসলাম নামে এক যুবক ৷ প্রতি বছরের ন্যায় এবারও কামারপুকুর ইউনিয়নের ২নং ওয়াডের বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় ব্যক্তিকে কম্বল বিতরণ  করেন ৷


গতকাল সোমবার সকালে সরকার পাড়া তাঁর নিজ বাসভবনে এ বিতরণ অনুষ্ঠিত হয় ৷ এ সময় পাশে ছিলেন তাঁর বড় ভাই ব্যবসায়ী নাজমুল হুদা সরকার ৷ ওই গ্রামের মরহুম মনছুর আলীর ছেলে মোজাহারুল পেশায় একজন ব্যবসায়ী ৷ ব্যবসার পাশাপাশি তিনি সমাজে ও এলাকায় সমাজসেবক হিসাবে পরিচিতি পাচ্ছেন ৷ এদিকে এই শীতে কম্বল পেয়ে অসহায়রা বেজায় খুশী ৷ তারা এমন মহতী উদ্যোগকে স্বাগত ও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ৷