জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে নিজ কার্যালয়ে সংরক্ষিত রেললাইনের পাতসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির অভিযোগে উপ-সহকারী প্রকৌশলী (পথ) সুলতান মৃধাকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে তাঁকে তার নিজ কার্যালয় থেকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ-উন-নবী বলেন, আটক ওই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) কোন মামলা দায়ের করেনি। মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) তহিদুল ইসলাম বলেন, উপ-সহকারী প্রকৌশলী (পথ) কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমান রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে ৷