Sunday, 02 February 2025, 09:53 PM

স্প্যানিশ লা লিগায় মেসির ৩০০ গোল

বিডি নীয়ালা নিউজ(১৮ই ফেব্রুয়ারী১৬)-স্পোর্টস ডেস্কঃ বার্সেলোনার হয়ে স্প্যানিশ লা লিগার ৩০০ তম গোলটি করলেন লিওনেল মেসি।

লা লিগায় এই প্রথম কোন খেলোয়াড় ৩০০ গোল করার মাইলস্টোন স্পর্শ করলেন।

গতরাতে স্পোর্টিং গিওনের বিপক্ষে এক ম্যাচে মেসি আরো একটি গোল করেন, যেটি স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ইতিহাসের দশ হাজারতম গোল।

বার্সেলোনার হয়ে তিনশো গোলের মালিক হতে দশ বছরের মতো সময় লাগলো মেসির।

এই ক্লাবের হয়ে তার প্রথম গোলটি ছিল ২০০৫ সালে, আলবাসেটের বিপক্ষে একটি ম্যাচে।

রাতের ঐ ম্যাচটিতে শেষ পর্যন্ত তিন-এক গোলে জয় পায় বার্সেলোনা।

সূত্রঃ বিবিসি বাংলা।