কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: রংপুরের হাজিরহাট মেসার্স পাহাড়ী এলপিজি ফিলিং ষ্টেশন সংলগ্ন সড়কে শনিবার রাত আনুমানিক ১১টায় দুর পাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে আখেরুজ্জামান হিমেল(৪০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম ছয়ঘরিয়া গ্রামে, তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে বলে জানাগেছে। হিমেল প্রায় ১৭ বছর ধরে দেশের বাহিরে ছিলেন।
ঘটনার দিন গ্রামের বাড়ি হতে শহরের বাসা রংপুরে যাচ্ছিলেন হাজিরহাট মেসার্স পাহাড়ী এলপিজি ফিলিং ষ্টেশন নামক স্থানে আসলে এ দূর্ঘটনার স্বীকার হন। আখেরুজ্জামান হিমেল এক সন্তানের জনক বলে জানাগেছে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাবা বেঁচে থাকলে আরো খুশি হতো