Sunday, 02 February 2025, 09:53 PM

টার্গেট যখন ২০২ :রেকর্ড গড়ে জিততে হবে মাশরাফিদের

বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬)-স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচের শুরুর ইনিংসটা বোধহয় বাংলাদেশের বিপক্ষেই গেলো।

কলকাতার ইডেন গার্ডেনে মাশরাফিদের বিপক্ষে ৫ উইকেটে রেকর্ড ২০১ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

অর্থাৎ, বাংলাদেশের লক্ষ্য ২০২ রান। ইডেনেও দূর্ভাগ্য পিছু ছাড়েনি মাশরাফি বিন মুর্তজার। পাকিস্তানের বিপক্ষে টসে হার দিয়ে এ নিয়ে টানা ছয় ম্যাচে টসটা মাশরাফির বিপক্ষে গেলো। অন্যদিকে, টসে জিতে বাংলাদেশকে আগে বোলিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শহীদ আফ্রিদি।

জানিয়ে রাখা ভালো, টি-টোয়েন্টি ম্যাচে ইডেন গার্ডেন স্টেডিয়ামে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৭৩ রান। তবে আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান ১২১। সেদিক থেকে বাংলাদেশকে এই রানের পাহাড় পাড়ি দিয়ে রেকর্ড ভেঙ্গেই জিততে হবে।

বুধবার ব্যাট হাতে নেমে শুরু থেকেই আল-আমিন আর তাসকিনদের মেরে খেলা শুরু করে দুই পাক ওপেনার আহমেদ শেহজাদ এবং সার্জিল খান।