চলতি বছরের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত প্রায় ১০৮০ জন ভারতীয় যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছে। যাদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফিরে এসেছেন।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।খবর এনডিটিভির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘অভিবাস সংক্রান্ত সমস্য, অবৈধভাবে থাকা ভারতীয় নাগরিকদের নির্বাসন বা অবৈধ ভ্রমণের বিষয়ে ভারত যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে; তাদের সম্পর্কে বিস্তারিত জানার পরে আমরা তাদের ফিরিয়ে নিই।’
রণধীর জয়সওয়াল বলেন, ‘২০২৫ সালের জানুয়ারি থেকে প্রায় ১০৮০ জন ভারতীয় ফিরে এসেছেন অথবা তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক বিমানে এসেছেন।’
জয়সওয়াল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিরোধ সম্পর্কেও কথা বলেছেন। তিনি জানান, তিনি শিক্ষার্থী এবং এক্সচেঞ্জ ভিজিটর ভিসা আবেদনকারীদের বিষয়ে মার্কিন সরকারের আপডেট করা নির্দেশিকা এবং সমস্যাগুলো সম্পর্কে অবগত।
তিনি বলেন, ‘ভারত সরকারের কাছে বিদেশে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীদের মঙ্গল সবসময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে এবং ভারত সরকার এই বিষয়ে পরবর্তী আপডেটের ওপর নজর রাখবে।’
পলিটিকোর প্রতিবেদন অনুসারে, ট্রাম্প প্রশাসন সোশ্যাল মিডিয়া প্রোফাইলের যাচাই-বাছাই বাড়ানোর কথা বিবেচনা করছে। যার ফলে বুধবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে স্টুডেন্ট-ভিসা আবেদনকারীদের জন্য নতুন সাক্ষাৎকারের সময়সূচি না নেওয়ার নির্দেশ দিয়েছেন।
jug/n