Tuesday, 15 July 2025, 09:07 AM

উপজেলার ১৭৫ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই অবস্থা প্রাথমিক...

কাওছার হামিদ কিশোরগঞ্জ নীলফামারী : প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপবৃত্তি অনলাইন করতে প্রতিষ্ঠান প্রধানদের বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। এ ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে প্রাপ্ত খবরে  জানাগেছে  কিশোরগঞ্জ উপজেলায় ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ের সবকটির একই অবস্থা বিরাজ করছে।


জানাগেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনাণয়ের অধীনে পিইএসপি এমআইএস সাইডের সার্ভেয়ারে কাজ করতে গিয়ে ইউজারনেম পাসওয়ার্ড ও প্রদত্ত ক্যাপছা প্রদান করার পরও সাইডটিতে সার্মিট দিলে সেখানে একাউন্ট সক্রিয় নেই, একাউন্টটি প্রদত্ত জাতীয়পরিচয় পত্রের সাথে যুক্ত নয়, মোবাইল নম্বর প্রদত্ত জাতীয়পরিচয় পত্রের সাথে যুক্ত নয় ইত্যাদি ইত্যাদি লেখা দেখাচ্ছেন। অথচ সবগুলো তথ্য সঠিক দিয়ে সার্মিট দেওয়ার পরও এসব দেখাচ্ছে। উপজেলার একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানিয়েছেন চলতি মাসের ১৭ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপবৃত্তির অনলাইনের আবেদনের শেষ সময় ছিল।


কিন্তু নির্ধারিত সময় পর্যন্ত সার্ভেয়ারের জটিলতার কারনে উপজেলার ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে নাম মাত্র কাজ হয়েছে।কোন কোন বিদ্যালয়ে ১০ থেকে ১৫টি পর্যন্ত সার্মিট করতে পেরেছেন আবার কোন কোন বিদ্যালয় একটিও কাজ করতে পারেনি বলে খবর পাওয়া গেছে। কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ জানান নতুন উপবৃত্তি ২৫টি, শ্রেনি হালনাগাত করা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেনিসহ মাত্র ৮টি কাজ করা সম্ভব হয়েছে, বাকি কাজ করতে পারি নাই। শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত হোসেন বলেন এটি সফ্টওয়্যার জনীত সমস্যা সারা দিনে ৪ থেকে ৫টির বেশি কাজ করা যায়না এটা আমাদের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে, সরঞ্চাবাড়ী বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ শরীফ জানান নির্ধারিত সময়ের মধ্যে কাজ করা সম্ভব হয়নি এ বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদের সঙ্গে কথা বলেও কোন সুরাহ পাওয়া যায়নি।


একই কথা বললেন মাগুড়া দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুল করিম। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মোসা.মাহমুদা খাতুন এর সাথে মুঠো-ফোনে কথা হলে তিনি বলেন উপবৃত্তির ঝামেলাটা মূলত গোটা দেশে,উপবৃত্তি নিয়ে আমরা গোটা বাংলাদেশের কর্মকর্তারা কেন্দ্রীয় পর্যায়ে মিটিং করলাম,এছাড়া উপবৃত্তির কাজটি আমরা একটু একটু করে আগাচ্ছি, গোটা দেশে এটি হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। তবে অল্প সময়ে মধ্যে সমস্যা সমাধানে আসবে।       


// Disable right-click context menu // Disable text selection // Disable dragging of images and text // Disable copy events // Disable common keyboard shortcuts for copying // Check for Ctrl/Command key combinations with C, X, S, or P