পাক-ভারত উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার শাহবাজ ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে লাল রেখা অতিক্রম করতে দেব না।
২৯-৩১ মে তাজিকিস্তানে অনুষ্ঠিত হিমবাহ সংরক্ষণ সংক্রান্ত তিন দিনের উচ্চ-স্তরের আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে শাহবাজ এ কথা বলেন।
শাহবাজ শরীফ বলেন, ‘সিন্ধু অববাহিকার পানি বণ্টন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা ভারতের একতরফা এবং অবৈধ সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক। লক্ষ লক্ষ জীবনকে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি করে রাখা উচিত নয় এবং পাকিস্তান এটি হতে দেবে না। আমরা কখনই লাল রেখা অতিক্রম করতে দেব না।’
সম্মেলনে জাতিসংঘের ৮০টি সদস্য রাষ্ট্র এবং ৭০টি আন্তর্জাতিক সংস্থার ২,৫০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন, যার মধ্যে শাহবাজ শরীফ, দেশটির উপ-রাষ্ট্রপতি, মন্ত্রী এবং জাতিসংঘের সহকারী মহাসচিব রয়েছেন।
প্রধানমন্ত্রী শাহবাজ তার বিস্তৃত ভাষণে হিমবাহের বরফ সংরক্ষণ, পাকিস্তানের জলবায়ু ঝুঁকি, পাকিস্তানে ২০২২ সালের বন্যা, বৈশ্বিক জলবায়ু পদক্ষেপ এবং দায়িত্ব, হিমবাহের বরফ গলনের বৈজ্ঞানিক অনুমান, পানির অস্ত্রায়ন এবং প্রকৃতি ও মানবতার ভাগ্য রক্ষার আহ্বানসহ সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে একটি প্রস্তাবের মাধ্যমে ২০২৫ সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বছর হিসেবে ঘোষণা করা হয়েছে। যা নিয়ে শাহবাজ বলেন, ১৩ হাজারেরও বেশি হিমবাহের আবাসস্থল হওয়ায় পাকিস্তান সবচেয়ে উদ্বেগজনক কারণ হিমবাহগুলি সিন্ধু নদী ব্যবস্থায় বার্ষিক প্রবাহের প্রায় অর্ধেক অবদান রাখে — যা আমাদের সভ্যতা, সংস্কৃতি এবং অর্থনীতির জীবনরেখা।
jug/n