Thursday, 26 December 2024, 04:01 PM

কলকাতায় নারী চিকিৎসককে হত্যা: ভারতজুড়ে চলছে চিকিৎসকদের ২৪...

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে আন্দোলন চলছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালে চিকিৎসকদের আন্দোলন ও ২৪ ঘণ্টার কর্মবিরতি চলছে। আজ শনিবার নবম দিনের মতো এ আন্দোলন চলছে।

এর আগে আজ সকাল থেকে দেশের সব হাসপাতালে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে ভারতের চিকিৎসকদের সর্বোচ্চ সংস্থা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। সকাল থেকে কলকাতাসহ দেশের বিভিন্ন হাসপাতালে চলছে কর্মবিরতি।

চিকিৎসকেরা দাবি তুলেছেন, নারী চিকিৎসক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। কলকাতাসহ ভারতের বিভিন্ন রাজ্যের নামীদামি হাসপাতালে এই