Sunday, 02 February 2025, 09:52 PM

আল-হেরা আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল শুভ উদ্বোধন ও বই...

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসা সংলগ্ন আল-হেরা আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান ৯জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর হাসপাতালের আর এম ও ডাঃ আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা সহকারি শিক্ষা অফিসার রায়হানুল ইসলাম (রনি), বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ শাহ মোঃ মুরাদ হোসেন রুবেল, মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামাতে ইসলামি কিশোরগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুর রশিদ শাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মাগুড়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফজাল হোসেন,মাগুড়া দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জোনাব আলী,ইউপি সদস্য আলম হোসেন,বাংলাদেশ জামাতে ইসলামি কিশোরগঞ্জ উপজেলা শাখার সহকারি সেক্রেটারী শিব্বির হোসেন,বাংলাদেশ জামাতে ইসলামি মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি মজিবর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহেদুল ইসলাম। 


উপস্থিত ছিলেন আল-হেরা আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক জিয়াউল হক (জিয়া), প্রধান শিক্ষক নাসির হোসেন কিরণ। অনুষ্ঠান চলাকালিন সময় প্রধান ও বিশেষ অতিথির হাতে সম্মানণা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং আমন্ত্রিত অতিথিদের হাতে প্রতিষ্ঠানের ডায়েরী ও ক্যালেন্ডার তুলেদেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাত দিয়ে প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলেদেন। এছাড়াও উপস্থিত অভিভাবকদের হাতে প্রতিষ্ঠানের ক্যালেন্ডার তুলেদেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর কালিকাপুর মুসলিম শাহী দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক মনিরুজ্জামান মিন্টু।